শেরপুর জেলা কারাগার থেকে পলাতক আসামীকে গ্রেফতার করেছে জিএমপি বাসন থানা পুলিশ। গ্রেফতারকৃত নুর ইসলাম কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার মংলারকুটি এলাকার মৃত ওমর আলী শেখ ছেলে।
সোমবার (১৭ মার্চ) রাত ৯ টায় অভিযান চালিয়ে এই আসামীকে গ্রেফতার করা হয়।
সোমবার রাত ১২:৩০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ ওসি কায়সার আহম্মেদ খোলা কাগজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিরস্ত্র)/জাহিদ কিবরিয়া সঙ্গীয় এএসআই (নিরস্ত্র)/মোঃ সারুয়ার হোসেন বাসন থানার ১১৪৯ নং জিডি মূলে ভোগড়া বাইপাস এলাকায় অভিযানে যায়। এ সময় ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২/২০১/ ৩৭৯/৩৪ ধারার ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর রুজু হওয়া নালিতাবাড়ী থানার ১৪ নং মামলার হাজতী আসামীকে আটক করে।
তিনি আরো জানান, কারাগারে বন্দী থাকা অবস্থায় গত জুলাই/আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়ে। সেই সুযোগে গ্রেফতারকৃত নুর ইসলাম ২০২৪ সালের ০৫ আগস্ট বিকাল সাড়ে ৪ টার দিকে সরকার পতনের ১ দফা আন্দোলন চলাকালে কৌশলে শেরপুর কারাগার থেকে পালিয়েছিল।
ওসি কায়সার আহম্মেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
কেকে/এআর