চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৮৭লক্ষ টাকার ৬টি স্বর্ণের বারসহ রাজ রকি (৩২) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকর্মীদেরকে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটকৃত স্বর্ণ চোরাকারবারি রাজ রকি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় সোর্সের মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর বিওপির টহল দলের সদস্যরা জীবননগর থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজ রকি নামে এক যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
তিনি প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তাকে মলত্যাগ করানো হলে তার মলদ্বার থেকে স্কোচটেপ দিয়ে মোড়ানো দুটি পোটলা বের হয়ে আসে। ওই পোটলা দুটি খোলা হলে ৭২৮.৯৬ গ্রাম ওজনের ৬টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিকক বাজার মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত সোনার বারসমূহ চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে বিজিবি সব সময় তৎপর আছে। চোরাকারবারিরা যে কৌশলই অবলম্বন করুক না কেন বিজিবির সদস্যরা তা ধরে ফেলতে সক্ষম হবে।
কেকে/এআর