মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫,
৪ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
শিরোনাম: দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন      পাঁচ চ্যালেঞ্জে বিএনপি      গাজায় ইসরায়েলের বর্বর বিমান হামলা, নিহত বেড়ে ২০৫      ঈদে গণপরিবহন সেবা নিয়ে শঙ্কা      কিছুতেই থামছে না ভারত      গণঅভ্যুত্থানের সাত মাসে শ্রমজীবীদের কোন প্রত্যাশাই পূরণ হয়নি: সাইফুল হক      ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা      
গ্রামবাংলা
লালপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:০৬ পিএম  (ভিজিটর : ১৪৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুরে প্রায় ৪৮ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে পাকা রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। 

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে উপজেলার আড়বাব ইউনিয়নের বেরিলাবাড়ি হাট থেকে রামপাড়া হাট পর্যন্ত ১১৫০ মিটার রাস্তার কার্পেটিং কাজে নিম্নমানের উপকরণ ও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, নতুন খোয়া ব্যবহারের পরিবর্তে পুরোনো সলিং রাস্তার ইট পুনরায় ব্যবহার করা হচ্ছে, যা রাস্তার স্থায়িত্ব কমিয়ে দেবে। এছাড়া, কার্পেটিংয়ে ২৫ মিলিমিটার থিকনেস বাধ্যতামূলক থাকলেও বিভিন্ন স্থানে তা মানা হয়নি। অনিয়ম নিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম ও জুয়েল রানা বলেন, "রাস্তার কাজের মান খুবই খারাপ। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় সিলকোড দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আমরা চাই, শিডিউল অনুযায়ী রাস্তার কাজ হোক।"

প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে নাটোরের মেসার্স খান কন্ট্রাকশন এই সংস্কারকাজের দায়িত্ব পায়। তবে সাব-ঠিকাদার হিসেবে চুক্তিভিত্তিক কাজটি নিয়েছেন সোহেল রানা। তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, "আমরা ভালো মানের উপকরণ দিয়েই কাজ করছি। বরং, ইঞ্জিনিয়ার স্যার বাজেটের বাইরে গিয়ে অতিরিক্ত সিলকোড দিতে বলেছেন। এতে আমাদের লস হলেও আমরা কাজ করে দিচ্ছি।"

এ বিষয়ে লালপুর উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম বলেন, "আমাদের সঙ্গে ঠিকাদারের কোনো সখ্য নেই। কাজের মান ভালো হচ্ছে। তবে, এটা হাতের কাজ— কিছুটা কমবেশি হতে পারে। বিটুমিনের মান পরিদর্শনের দায়িত্ব এক্সচেঞ্জ অফিসের। যদি কোনো ত্রুটি থাকে, তাহলে পুনরায় স্প্রে করা হবে।" তিনি আরো জানান, "কাজের মান খারাপ হলে ঠিকাদার বিল পাবেন না। সড়কের স্থায়িত্ব বাড়ানোর জন্যই সিলকোড দিতে বলা হয়েছে।"

তবে প্রকৌশল দপ্তরের ব্যাখ্যা সত্ত্বেও স্থানীয়দের আশঙ্কা থেকেই যাচ্ছে। তারা মনে করছেন, নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে রাস্তার স্থায়িত্ব কমে যাবে, যা অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এলাকাবাসী যথাযথ পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সোনারগাঁয়ে ডাকাতি করতে এসে জনতার হাতে আটক ২
নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টায় অভিযোগ
দহগ্রামে শূন্যরেখায় ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
সন্তানের জন্য ঈদের কাপড়ের টাকা জোগাতে গিয়ে নিঃস্ব প্রতিবন্ধী বানেছা
দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে তেল নিয়ে কারসাজি, সাত ব্যবসায়ীকে জরিমানা
কিশোরগঞ্জে জামায়াতের আইনজীবী বিভাগের ইফতার মাহফিল
ফিল্মি স্টাইলে ১৫ ব্যবসায়ীদের কুপিয়ে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের মশাল মিছিল ও মানব বন্ধন
সংবাদ প্রকাশের পর নির্মাণাধীন সেই ভবনটি উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close