নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে মোসা. আয়েশা বেগম (৩০) নামের এক গৃহিনির বাড়ি দখলের অভিযোগ উঠেছে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মসিনদা (শালবাড়ী) গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান (৩৫) ও তার স্ত্রী ফেমিলী (৩০) এর বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী আয়েশা বেগম (৩০) নিয়ামতপুর থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ জামাল তার লোকজন নিয়ে আয়েশার বাড়ি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।
অভিযুক্ত শাহ জামান কি মূলে বাড়ি দখল করতে চায় জানতে চাইলে অভিযুক্ত শাহজামান আয়েশার কোথায় কোন কর্ণপাত না করে, আয়েশা বেগম সহ বেশ কিছু জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলার জামিন নিতে নওগাঁ কোটে আয়েশা ও তার লোকজন উপস্থিত থাকলে এমত অবস্থায় বাড়ি ফাকা থাকায় ১৭ মার্চ সোমবার দুপুরে মোঃ শাহ জামান ও তার স্ত্রী ফেমিলি অনধিকার করে আয়েশা বেগমের বাসায় প্রবেশ করে।
বর্তমানে শাহ জামানের স্ত্রী ফেমিলি সেই বাড়িতেই অবস্থান করছে।
ভুক্তভোগী আয়েশা বেগম (৩০) সাংবাদিকদের জানান, তার বাবা আয়নাল হক গত ২০১৬ সালে তার মা রওশন আরা ও তার নামে নিয়ামতপুরে অবস্থিত বাসা সহ সারে ৫ শতক জমি লিখে দেয়।
পারিবারিক কোলাহর কারণে তার বাবা-মার ডিভোর্স হয়ে যায়। এমত অবস্থায় ২০২০ সালে তার মা সেই বাড়িটি তার নামে লিখে দেয়। পুনরায় সেই সাড়ে ৫ শতক জমি ২০২৪ সালে ভুক্তভোগীর বাবা আয়নাল শাহ জামান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে।
আয়নাল হকের ছেলে মো. রায়হান কবির বলেন, তাদের বাড়ির এরিয়া মোট ১১ শতক তার মধ্যে ২০১৬ সালে তার বাবা আয়নাল তার মা ও বোনের নামে সাড়ে ৫ শতক জমি লিখে দেয়। এ ছাড়াও ২০১৮ সালে ৫ শতক জমি আয়নাল হকের নাতিদের নামে লিখে দেয়। বর্তমানে তার বাবার নামে হাফ শতকের মত জমি অবশিষ্ট রয়েছে। বর্তমানে শাহজামান পুলিশ হেফাজতে থাকলেও তার স্ত্রী ফেমিলি আক্তার, সে বাড়িতে অবস্থান করছে, এমনকি এখন পর্যন্ত তাদের বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এ ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ জামানসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
এ ঘটনার বিষয়ে নিয়ামতপুর থানা পুলিশকে ফোন করলে ঘটনা স্থলে থানা পুলিশ উপস্থিত হন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শাহ জামানকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ওসি আহসান হাবিব বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কেকে/এআর