কিশোরগঞ্জ-জলঢাকা মহাসড়কে মন্থনা শ্মশান বাজারের কাছে কোচিংয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফরহাদ ইসলাম নামে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ পুটিমারী ইউনিয়নের মন্থনা গ্রামের আনছার হোসেনের ছেলে ও পানিয়াল পুকুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরহাদ কোচিং এর উদ্দেশ্যে নিজের সাইকেল নিয়ে বের হলে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ফরহাদ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থানার এসআই গোপাল বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এমএস