ঈদ উল ফিতর উপলক্ষে রাজারহাট উপজেলায় ৪৩ হাজার অসহায়,দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক।
সংশ্লিষ্ট সুত্র জানায়,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদে ৬ হাজার ৫শত ৫৪ পরিবার, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৬ হাজার ৮শত ২৪ পরিবার, উমরমজিদ ইউনিয়ন পরিষদে ৬ হাজার ৩শত ৫৪ পরিবার, নাজিমখান ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৭শত ৩৩ পরিবার, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৪৮ পরিবার, চাকিরপশার ইউনিয়ন পরিষদে ৬ হাজার ৮শত ৪৪ পরিবারসহ সর্বমোট ৪৩ হাজার ৬১টি পরিবারের সুবিধাভোগীর জন্য জনপ্রতি ভিজিএফের দশ কেজি করে চাল বরাদ্দ করা হয়।
ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পাট ও বস্ত্র উপ-সহকারী এবং ট্যাগ কর্মকর্তা রতন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন ।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, সরকারি নির্দেশনা মেনে তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে আমরা বিতরণ কার্যক্রম শুরু করেছি।
কেকে/ এমএস