রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       আগামী নির্বাচন ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা       ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      
গ্রামবাংলা
নাশকতার পরিকল্পনার অভিযোগ
নারায়ণগঞ্জে নারীসহ ১০ আরসা সদস্য গ্রেফতার
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৬:০৩ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৭:১৯ পিএম  (ভিজিটর : ১৮৮)
গ্রেফতার আরসা সদস্য। ছবি: প্রতিনিধি

গ্রেফতার আরসা সদস্য। ছবি: প্রতিনিধি

নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পৃথক দুই অভিযানে নারীসহ ১০ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলা দায়ের করেছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- আরাকান রোহিঙ্গা (আরসা) সদস্য, আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা (২৩), মো. হাসান (১৫), মো. আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোসা. শাহিনা (২২) ও মোসা. সেনোয়ারা (১৭)।  

মামলা সূত্রে জানা যায়, র‌্যাব-১১ এর পৃথক দুটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ ও ১৭ মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভুমি পল্লিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এসময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন নারী সহ এআরএসএ এর দশ সদস্যকে আটক করে।

মামলা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি চাকু, ধারালো দাতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও চারটি হাতঘড়ি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র‌্যাব বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। মামলার পর আটক কৃতদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

এবিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু দমন ট্রাইবুনাল) খোরশেদ মোল্লা জানান, আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভুমিপল্লি থেকে এআরএসএ এর একটি গ্রুপকে গ্রেফতার করা হলে তাদের দেয়া তথ্যমতে ময়মনসিংহ হতে অন্যান্যদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তারা দুটি মামলায় আদালতে দশদিন করে বিশদিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালত ছয়জনকে দুই মামলায় পাঁচদিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে নারায়ণঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মো. মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। এসময় শুনানী শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুই মামলায় বিচারক দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নাশকতা   নারায়ণগঞ্জ   আরাকান আর্মি সদস্য   গ্রেফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুরের মধ্যে পুরুষ লেমুর উদ্ধার
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক আটক ৩
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
ইমারত নির্মাণে ব্যত্যয় হলে সংযোগ বিচ্ছিন্ন

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
চীনের অর্থায়নে হাসপাতাল গঙ্গাচড়ায় নির্মাণের দাবীতে মানববন্ধন
সালথায় যুবকের লাশ উদ্ধার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close