এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (ইইবি) উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ইআরসি হলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘বাংলাদেশে আমরা ভীষণ সংকট এবং সন্ধিহানের মধ্যে আছি। যদিও প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে আইন উপদেষ্টা যখন বলেন ‘বাবারা তোমরা আরো ৫-১০ বছর থেকে আমাদের দেশটাকে ঠিক করে দিয়ে যাও’। ৫-১০ বছর কেন? ছাত্রদের মধ্যে স্বৈরাচারী মনোভাব ঢুকিয়ে দেওয়ার যে প্রবণতা বিনা ভোটে, বিনা নির্বাচনে জনগণের প্রতিনিধি ছাড়া একটি সরকার ৫-১০ বছর কীভাবে থাকে আইন উপদেষ্টার কাছে তিনি প্রশ্ন রাখেন।
তিনি বলেন, একটি দেশে ৫-১০ বছর একটা অনির্বাচিত সরকার থাকতে পারে, এদের এনকারেজ করা যায় এবং তিনি সরকারের আইন উপদেষ্টা এটা ভাবা যায়! কত বড় একটা ফ্যাসিস্ট আউটলুক। একটা ফ্যাসিস্টকে তাড়িয়ে যদি আমরা আরেকটা ফ্যাসিবাদী ধারণা বহন করি যে একটি সরকার ৫-১০ বছর থাকতে পারে, এ ধরনের আকাঙ্খা সৃষ্টি করে দেওয়া, আকাঙ্খা উসকে দেওয়া একটা জঘন্য অপরাধের ব্যাপার।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী আ ন ম আখতার হোসেন, যেখানে আমরা বসে আছি এ আইইবি’র জন্য শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান অনেক। বিগত আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে যারা ১৬ বছর ধরে আন্দোলন করেছেন, নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। এ ছাড়া গত ৫ আগস্ট পর্যন্ত যারা আহত, আক্রান্ত এবং নিহত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। আশা করি, মানুষের যে গণতান্ত্রিক ধারণা ও চেতনা, সেটাকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। সে নির্বাচনে আমরা বিজয় অর্জন করব।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, প্রকৌশলীরা দেশ সমাজ ও জাতির মেধার এক বড় অংশ। এ প্রকৌশলীদের ভূমিকায় প্রকাশ্যে ও অপ্রকাশ্যে অনেক কিছু হয়েছে। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন এ মেধাবী ব্যক্তিরা ৩১ দফা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন বলেন, দুর্নীতির দায়ে অ্যাবের বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সুতরাং ভবিষ্যতে মেধা ও যোগ্যতাসম্পন্ন মানুষকে অ্যাবের নেতৃত্বে দেখতে চাই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ছাত্রদলের সাবেক নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের আহ্বায়ক শোয়েব বাসরী হাবলু।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং একটি পরিমার্জিত সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
কেকে/ এমএস