বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেন, সেক্রেটারি আসিফ আব্দুল্লাহ, এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কর্মীদের মানোন্নয়ন ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিক চরিত্রবান হয়ে নিজেকে গড়ে তুলতে হবে এবং জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় মেধা ও যোগ্যতার নজরানা পেশ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নিজের নফসকে সংযত করার মাধ্যমেই জান্নাতী মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দুনিয়া মুমিনদের জন্য কারাগারস্বরূপ, এটি সুখের জায়গা নয়। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য তাঁর দেখানো পথেই চলতে হবে, যে পথ কখনোই কুসুমাস্তীর্ণ নয়।
সমাপনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরের সফল সমাপ্তি ঘোষণা করেন আয়োজিত শিক্ষাশিবিরের সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেন।
কেকে/ এমএস