ফটিকছড়িতে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা কেন্দ্রকরে রমজান আলী (২০) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত রমজান ওই ইউনিয়নের পুর্ব তারাখোঁ ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ হানিফের পুত্র। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।
এ ঘটনায় একই ইউনিয়নের কাঞ্চনা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মোঃ হাসান ও চুরামনি এলাকার মানিক মিস্ত্রির পুত্র মোঃ সোহেল নামে দুইজন আহত হয়েছেন।
নিহত রমজান উপজেলা বিএনপির সভাপতি কর্নেল আজিম উল্লাহ বাহারের সমর্থক ও অপরদিকে হামলাকারীরা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীরের সমর্থক বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল কর্মী আহমদ ছাফা ও রমজান মোটরসাইকেল যোগে শান্তিরহাট বাজারে আসছিল। সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা হাসান, সোহেলসহ চার যুবক ছাফার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় প্রান বাঁচাত রমজান দৌড়ে পালানোর চেষ্টা করলে জসিমের ফার্মেসির সামনে পুনরায় রমজানকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হাসানের নেতৃত্বে প্রতিপক্ষের চার যুবক। এতে রমজান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষনা করেন।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা একরামুল হক একরাম বলেন, তার একজন কর্মীর মোটরসাইকেল আহমদ ছাফা ছিনতাই করে। আজকে মোটরসাইকেল উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয়। এতে দুই পক্ষের দুইজন গুরুতর জখম হয়।
অপরদিকে বিএনপির কর্মী আহমদ ছাফা জানান, তিনি মোটরসাইকেল যোগে রমজানসহ শান্তিরহাট বাজারে যাওয়ার সময় একরামের কর্মী হাসান ও সোহেলসহ অন্তত ৮/১০ জন যুবক তার গাড়ীর গতিরোধ করে তাদেরকে মারধর শুরু করে। এ সময় তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে যায়। প্রান বাঁচাতে রমজান দৌড়ে পালানোর চেষ্টা করলে গতিরোধকারী যুবকরা রমজানকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে।
নিহত রমজানের মা নুর নাহার বেগম তাঁর ছেলে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ঘটনার পর হাসপাতাল থেকে পুলিশ চারজনকে আটক করেছে বলে স্থানীয় সুত্র জানা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, মারামারির ঘটনায় একজন মারা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
কেকে/এআর