বুধবার, ১৯ মার্চ ২০২৫,
৫ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ১৯ মার্চ ২০২৫
শিরোনাম: আওয়ামীপন্থি দেড় শতাধিক পুলিশ এখনো প্রভাবশালী      ঐক্য গড়তে পারবে কি, ঐকমত্য কমিশন      গাজায় এক রাতে চার'শ নিহত, ‘কেবল মাত্র শুরু’ বললেন নেতানিয়াহু      বাংলাদেশ নিয়ে মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনীতি      খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি      তদন্ত প্রতিবেদন চাইলে আদালতে যেতে হবে      হিন্দুদের ওপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক: প্রধান উপদেষ্টা      
গ্রামবাংলা
ফটিকছড়িতে বিএনপি কর্মীর ছুরিকাঘাতে যুবক খুন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৪৭ এএম  (ভিজিটর : ২৩)
ছবি: নিহত রমজান

ছবি: নিহত রমজান

ফটিকছড়িতে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা কেন্দ্রকরে রমজান আলী (২০) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত রমজান ওই ইউনিয়নের পুর্ব  তারাখোঁ ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ হানিফের পুত্র। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। 

এ ঘটনায় একই ইউনিয়নের কাঞ্চনা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মোঃ হাসান ও চুরামনি এলাকার মানিক মিস্ত্রির পুত্র মোঃ সোহেল নামে দুইজন আহত হয়েছেন।

নিহত রমজান উপজেলা বিএনপির সভাপতি কর্নেল আজিম উল্লাহ বাহারের সমর্থক ও অপরদিকে হামলাকারীরা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীরের সমর্থক বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল কর্মী আহমদ ছাফা ও রমজান মোটরসাইকেল যোগে শান্তিরহাট বাজারে আসছিল। সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা হাসান, সোহেলসহ চার যুবক ছাফার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় প্রান বাঁচাত রমজান দৌড়ে পালানোর চেষ্টা করলে জসিমের ফার্মেসির সামনে পুনরায় রমজানকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হাসানের নেতৃত্বে প্রতিপক্ষের চার যুবক। এতে রমজান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষনা করেন। 

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা একরামুল হক একরাম বলেন, তার একজন কর্মীর মোটরসাইকেল আহমদ ছাফা ছিনতাই করে। আজকে মোটরসাইকেল উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয়। এতে দুই পক্ষের দুইজন গুরুতর জখম হয়। 

অপরদিকে বিএনপির কর্মী আহমদ ছাফা জানান, তিনি মোটরসাইকেল যোগে রমজানসহ শান্তিরহাট বাজারে যাওয়ার সময় একরামের কর্মী হাসান ও সোহেলসহ অন্তত ৮/১০ জন যুবক তার গাড়ীর গতিরোধ করে তাদেরকে মারধর শুরু করে। এ সময় তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে যায়। প্রান বাঁচাতে রমজান দৌড়ে পালানোর চেষ্টা করলে গতিরোধকারী যুবকরা রমজানকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে।

নিহত রমজানের মা নুর নাহার বেগম তাঁর ছেলে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 

এ ঘটনার পর হাসপাতাল থেকে পুলিশ চারজনকে আটক করেছে বলে স্থানীয় সুত্র জানা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।

ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, মারামারির ঘটনায় একজন মারা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মসজিদের ভিতরে ৩ ভাইকে কুপিয়ে হত্যা: চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু
বাউফলে বালতি মেপে বিক্রয় হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচির চাল
জয়পুরহাটে দুস্থদের ভিজিএফ কার্ডে রাজনীতির থাবা
আওয়ামীপন্থি দেড় শতাধিক পুলিশ এখনো প্রভাবশালী
তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

সর্বাধিক পঠিত

আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ
পরকীয়ার জেরে খুন, মা-মেয়ে আটক
গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের
আদিতমারীতে দুই যুবদল নেতা বহিস্কার
তাড়াইলে শিশু ধর্ষণ মামলার আসামি সুরুজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close