বুধবার, ১৯ মার্চ ২০২৫,
৫ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ১৯ মার্চ ২০২৫
শিরোনাম: আওয়ামীপন্থি দেড় শতাধিক পুলিশ এখনো প্রভাবশালী      ঐক্য গড়তে পারবে কি, ঐকমত্য কমিশন      গাজায় এক রাতে চার'শ নিহত, ‘কেবল মাত্র শুরু’ বললেন নেতানিয়াহু      বাংলাদেশ নিয়ে মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনীতি      খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি      তদন্ত প্রতিবেদন চাইলে আদালতে যেতে হবে      হিন্দুদের ওপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক: প্রধান উপদেষ্টা      
খোলাকাগজ স্পেশাল
বাংলাদেশ নিয়ে মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনীতি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:০৫ এএম আপডেট: ১৯.০৩.২০২৫ ৯:২১ এএম  (ভিজিটর : ৬৩)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন উক্তিতে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়েও এ নিয়ে প্রশ্ন উঠেছে আবার। তবে বাংলাদেশের সংশ্লিষ্টরা বলছেন, আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাওয়ার আগে এ এক প্রচ্ছন্ন মার্কিন হুমকি। 

হিন্দুদের ওপর হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর প্রশ্নের মুখে 

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে।সোমবার রাতে ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের কাছে এই প্রশ্ন করা হয়।

ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্যই এই বিষয়ে নেওয়া সিদ্ধান্তের প্রকৃতির ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। তবে যখন আবার আলোচনা, কূটনৈতিক বিবেচনা, এর সঙ্গে যুক্ত কথাবার্তা এবং কী ঘটতে পারে তার কথা আসে, তখন তিনি এখানে ফলাফল কী হবে, তা অনুমান করতে চান না। তাঁর মনে হয়, সেটাই সবচেয়ে ভালো কাজ হবে।

প্রধান উপদেষ্টার চীন সফরের আগে অপপ্রচার 

ক্ষমতায় বসার সাত মাসের বেশি সময় পর আগামী ২৬ মার্চ প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তার এই সফরে গুরুত্ব পাবে চীন থেকে বাংলাদেশে শিল্প স্থানান্তর। তিনি ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পিকিং ইউনিভার্সিটি থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। 

গত রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে মূল ফোকাস হবে চীনের সিইওদের (প্রধান নির্বাহী কর্মকর্তা) সঙ্গে কথা বলে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করা।”

এ সাক্ষাতের বিষয়ে প্রেস সচিব বলেন, “চীনের রাষ্ট্রদূত বলেছেন, এটা হবে খুবই গুরুত্বপূর্ণ সফর। দুই দেশ কূটনীতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন। এশিয়ার শীর্ষনেতাদের পাশাপাশি বড় বড় কোম্পানির সিইওরা সেখানে থাকেন। সাইডলাইনে চীনের বড় কয়েকটি কোম্পানির সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হতে পারে। এসব মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীনের কারখানাগুলো ‘রিলোকেট’ করা।”

তুলসি গ্যাবার্ডের বক্তব্য সতর্কতামূলক বার্তা 

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ‘ইসলামি খেলাফত’ নিয়ে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ডের করা মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

সোমবার সন্ধ্যায় ওই মন্তব্য প্রকাশের পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

তিন দিনের ভারত সফরে গিয়ে সে দেশের টেলিভিশন চ্যানেল এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।

তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা।”
এ দিকে সোমবার রাতেই এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

ওই বিবৃতিতে এ মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’ এবং ‘বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করা হয়েছে।

একই সাথে অন্তর্বর্তী সরকার দাবি করেছে, “গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি” বরং “পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে’’।

প্রায় দু’মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর তার প্রশাসনের কোনও শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন।

‘এই বক্তব্যকে একটা দেশের নীতি বলা যাবে না’

গণআন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। সরকারবিহীন এই তিন দিনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের বিভিন্ন স্থাপনার ওপর হামলার অভিযোগ উঠেছে।

সেসময় সরকারের দিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে সংখ্যালঘুদের মধ্যে যারা বিগত আওয়ামী লীগ সরকার কিংবা দলের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা কেউ কেউ আক্রান্ত হয়েছেন, তবে ‘সংখ্যালঘু বলে কেউ আক্রমণের শিকার হননি’।

যদিও ওই সময়ের মধ্যে অন্তত উনত্রিশটি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরবর্তীতে দূর্গাপুজোর সময় সংখ্যালঘুদের মন্দির ও স্থাপনায় নিরাপত্তা জোরদারও করা হয়।

পরিস্থিতি জটিল হয়ে ওঠে গত বছরের ২৫শে অক্টোবর চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ ও পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর। সেই সময় আদালতে চিন্ময় দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে একজন আইনজীবী নিহত হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ আগ্রাসী প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করে। বাংলাদেশেও শুরু হয় ইসকন ও ভারতবিরোধী প্রচারণা।

এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টা বিবৃতি, সামাজিক মাধ্যমে পতাকা অবমাননার ছবি প্রচারসহ ভারত ও বাংলাদেশে পরস্পরবিরোধী আগ্রাসী প্রচারণা, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু কিংবা তাদের উপাসনালয়ে ভাংচুর-হুমকির অভিযোগ উঠে।

এ ছাড়া ভারতে অবস্থানরত শেখ হাসিনার নানা বক্তব্যও এ সম্পর্ককে আরও প্রকট করে তোলে।

অন্তর্বর্তী সরকারের প্রায় আট মাসের বেশিরভাগ সময়ে ভারতের সাথে সেই সম্পর্কের খুব বেশি উন্নতি আর দেখা যায়নি। যদিও সম্পর্কোন্নয়নে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে এ সম্পর্ক উন্নয়নের চেষ্টার কথা এর আগে গণমাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গেল কয়েক সপ্তাহ অনেকটা নিস্তরঙ্গ সম্পর্ক কাটলেও সোমবার ভারতে বসে বাংলাদেশকে নিয়ে গ্যাবার্ডের করা মন্তব্যকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির মনে করছেন অসম্পূর্ণ তথ্যের কারণে গ্যাবার্ড ওই মন্তব্য করেছেন।
হুমায়ুন কবির বলেন, ‘তুলসি গ্যাবার্ড বাংলাদেশের বাস্তব অবস্থা সম্পর্কে যথাযথভাবে হয়তো অবহিত নন সে কারণে তিনি এ মন্তব্যটা করেছেন। কাজেই তাকে যদি আমরা বাংলাদেশের বর্তমান অবস্থাটা জানাতে পারি তাহলে আমি মনে করি তিনি যেটা মনে করছেন সেটা হয়তো তার পরিবর্তনের সুযোগ রয়েছে।’

গ্যাবার্ড যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলে তার বক্তব্যকে কম গুরুত্ব দিয়ে দেখার অবকাশ নেই মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, ‘সেজন্যই আমার ধারণা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।’

এই বিবৃতির বাইরে বাংলাদেশের আর কোন কিছু এখন আর করার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত।

বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থানে গ্যাবার্ডের মন্তব্য দেশটির অতীতের রেকর্ডকে অনুসরণ করে না বলে জানান তিনি। গত ১০ বছরে বাংলাদেশে যেভাবে জঙ্গি কর্মকাণ্ড, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, তথ্য-উপাত্তের সাথে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য যে মেলে না, সেটা জোরালোভাবে তুলে ধরা উচিত বলে তিনি মনে করেন।

গ্যাবার্ডের এই বক্তব্যকে একটা দেশের নীতি বলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘একটা বক্তব্য তো আর একটা নীতি হয় না, একটা বক্তব্য একটা অবস্থান হতে পারে। কাজেই সেই অবস্থানটা যে বাস্তব ও বস্তুনিষ্ঠ নয়, সেটা আমাদের তুলে ধরতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, যেসব সমালোচনা তৈরি হয়েছে, সেগুলোর কারণ খুঁজে বাংলাদেশকেই সমাধানের কথা ভাবতে হবে।
অন্তর্বর্তী সরকার এই সংখ্যালঘু ইস্যুতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছিল বলে উল্লেখ করেন ইমতিয়াজ আহমেদ। সেগুলোও তুলে ধরা দরকার বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘এ বিষয়টাকে ভালো করে অ্যাড্রেস (নজর দেয়া) করা দরকার। সমালোচনাটা বাড়তে থাকলে আদৌ ঠিক কি না, এভিডেন্স কোথায় এগুলো ভালো করে দেখা দরকার। যেহেতু একটা সমালোচনা আছে এটা আমাদেরই ঠিক করতে হবে।’

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। ফলে এ বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে বলে মনে করছেন এই অধ্যাপক।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এটা নিয়ে একটা অ্যাটেনশন দিয়েছে, ফলে তার কী এভিডেন্স আছে সেটাও দেখা দরকার। ফলে বাংলাদেশের সরকারকেই এখন দৃশ্যত তুলে ধরতে হবে যে, সংখ্যালঘুদের সুরক্ষায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তারা ভয়-ভীতির মধ্যে নেই।’

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে রাস্তার উপর দোকন নির্মাণে চলাচল বন্ধ, জন দুর্ভোগ চরমে
মসজিদের ভিতরে ৩ ভাইকে কুপিয়ে হত্যা: চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু
বাউফলে বালতি মেপে বিক্রয় হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচির চাল
জয়পুরহাটে দুস্থদের ভিজিএফ কার্ডে রাজনীতির থাবা
আওয়ামীপন্থি দেড় শতাধিক পুলিশ এখনো প্রভাবশালী

সর্বাধিক পঠিত

আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ
পরকীয়ার জেরে খুন, মা-মেয়ে আটক
গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের
আদিতমারীতে দুই যুবদল নেতা বহিস্কার
তাড়াইলে শিশু ধর্ষণ মামলার আসামি সুরুজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close