ঢাকার নবাবগঞ্জে এবার ধর্ষণের শিকার হয়েছে ৬ বছরের শিশু।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধর্ষক মো.নাজিম খান(৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। ধর্ষণের শিকার শিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুর দাদী জানিয়েছেন, শিশুটি বিকেলে বাড়িতে খেলা করছিল, এ সময় প্রতিবেশী মৃত ইমান আলী খান এর ছেলে সিএনজি চালক নাজিম কৌশলে পাশের একটি গোসল খানায় নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে বাতরুমে যাওয়ার কথা বলে দাদীর কাছে বার বার পানি চাইলে তাদের সন্দেহ হয়।
এ সময় দাদীর চিৎকারে শিশুর মাসহ স্বজনরা এসে তার ধর্ষণ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এদিকে ধর্ষের খবর পেয়ে আশেপাশের লোকজন ধর্ষকের বাড়িতে আক্রমণ করে ভাংচুর চালায়,তবে স্থানীয় কিছু লোকের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। এলাকার পরিস্থিতি এখনো থমথমে।
ধর্ষকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা এক সিএনজি চালকে আটক করে পুলিশে দিয়েছে। বাদীর লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
কেকে/এআর