টাঙ্গাইলের ধনবাড়ীতে রাস্তার মধ্যে দোকান নির্মাণ করায় জন সাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত রাস্তার উপর নির্মিত অবৈধ স্থাপনা দোকান উচ্ছেদ করে রাস্তটি খুলে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলা পরিষদের বাউন্ডারীর উত্তর পাশের রাস্তা টি আবাসিক এলাকার বাসিন্ধাদের চলাচলের একমাত্র রাস্তা। ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ হীরার গাড়ী চালক খাসপাড়া এলাকার স্থানীয় আ.লীগ নেতা আব্দুল হাই প্রমানিক দখল করে দোকান নির্মাণ করেছে বলে অভিযোগ দিয়েছে স্থানীয় বাসিন্ধারা।
অভিযোগকারী সোহেল রানা, খোকন মিলিটারি, সুমন আহম্মেদ, বাদল হোসেন, শামছুউদ্দিন, সুরুজ্জামান, আবু তারেক, কবির, বাদল, সুমনসহ স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ বছর যাবৎ আ.লীগের প্রভাব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হীরার প্রভাবে স্থানীয় আ.লীগ নেতা আ. হাই জোরপূর্বক রাস্তার উপর দোকান নির্মাণ করেছে। এ কারণে আমরা এলাকার সকল বাসিন্ধারা চলাচল করতে পারছি না। এ অঞ্চলের স্কুল কলেজের শিক্ষার্থীসহ জন সাধারণকে অন্যদিক দিয়ে চলাচল করতে হচ্ছে। এবস্থায় চরম দূর্ভোগ পোহাতে হয় আমাদের। তাই দ্রুত রাস্তার উপর অবৈধ নির্মাণ করা দোকান ঘরটি উচ্ছেদ করে জনচলাচলে সুবিধা করতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান সহ মাননীয় জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে দোকান মালিক অভিযুক্ত আ. লীগ নেতা আব্দুল হাই এর বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, জনচলাচলের রাস্তা কেউ দল করে অবৈধ স্থাপনা নির্মাণ বা জনচলাচলে বাধা সৃষ্টি করতে পারবে না। এটা আইনত দন্ডনীয় অপরাধ। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এআর