নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ইফতারির সময় বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও মালামাল লুটসহ ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মধুখালী গ্রামে এমন ঘটনা ঘটে।
মধুখালীর বাসিন্দা হামলার শিকার মৃত আবু বকর ছিদ্দিকের ছেলে নছুমদ্দিন জানান, মধুখালীতে সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার হালিম নামের এক ব্যক্তির জমি ও কৃষি খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। ওই সেনা কর্মকর্তার সঙ্গে একই গ্রামের মৃত মজু মিয়ার ছেলে আলাউদ্দিনের জমি নিয়ে বিরোধ ছিল।
সেই বিরোধের জেরে শুধুমাত্র কেয়ারটেকার কাজে যুক্ত থাকায় কিছু বুঝে ওঠার পূর্বে মঙ্গলবার সন্ধ্যায় ইফতারী করার সময় আলাউদ্দিন ও তার ছেলে রিফাত, ইকবাল, বায়জিদসহ ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও পিস্তলে ফাঁকা গুলি করতে করতে টিনের চালা ও বেড় কুপিয়ে ভাংচুর শুরু করে।
এ সময় ঘরে থাকা মালামাল লুট করতে থাকে। এতে বাঁধা দিলে বড় ভাই কছুমদ্দিনকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করতে গুরুতর জখম করে। এ ছাড়াও বাড়ির নারীদের শ্লীলতাহানি ঘটায়। এ সময় চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এলে প্রতিবেশী নাদিম হায়দারকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে গ্রামবাসি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে পাঠায়।
এ বিষয়ে অভিযুক্তের বাড়িতে যোগাযোগ করা হলে রিফাতের স্ত্রী বলেন, জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলা দিয়েছে আমার শশুর। সেই মামলা না তোলায় আমাদের মারধর করলে আত্নীয় স্বজন আর তাদের সাথে ঝগড়া হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
কেকে/এআর