লালালমনিরহাট আদিতমারী উপজেলায় নবাগত নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার দায়িত্ব গ্রহন ও যোগদান উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনি, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, স্টেক হোল্ডার, সাংবাদিক ও ইমাম/পুরোহিত প্রতিনিধিবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে, সহকারী সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালেন সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি মশিউর রহমান, গন অধিকার পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন, খোলা কাগজের প্রতিনিধি রেজাউল করিম রাজ্জাক প্রমূখ।
উন্মুক্ত আলোচনা সভায় নবাগত নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার বলেন, আমি এই উপজেলায় একজন জনগনের সেবক হিসেবে কাজ করে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করব। পাশাপাশি মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করা হবে এ জন্য সবার সাহায্য সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা ফজলে এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার লকে এম আজিজুল হক, উপজেলা প্রকৌশলী এনামুস সালেহীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
কেকে/এআর