নোয়াখালীর চাটখিল উপজেলা ম্যানেজার্স ফোরামের ইফতার মাহফিল ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মো. ওমর ফারুকের সভাপতিত্বে সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক নজির আহমেদ হারুন।
রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মো. আনোয়ার হোসেন আসাদুজ্জামান, আবুল কাশেম মোল্লা বিসিডিএস’র সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিপন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিসিডিএস’র সভাপতি কাজী ফজলুর রব বাবুল।
ইফতার পরবর্তী দ্বিতীয় অধিবেশনে ওএসএল ফার্মার এরিয়া ম্যানেজার অ্যাডভোকেট মহিত জমাদ্দারকে ফোরামের পক্ষ থেকে ক্রেস্টের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে এরিয়া ম্যানেজারদের মধ্যে বক্তব্য রাখেন মো. জুয়েল, রনি ঘোষ, মোহাম্মদ ইদ্রিস, আবু সাঈদ ভাসানী প্রমুখ। সকলে ম্যানেজার্স ফোরামকে আরো গতিশীল ও ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে সকলের আন্তরিক উদারতার প্রতি মনোনিবেশ করেন।
কেকে/এআর