কিশোরগঞ্জে ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে বম ডিস্পোজাল ইউনিট এলেই মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে শহরের একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে অন্যান্য ভাঙারি জিনিসপত্রের সঙ্গে বোমা সদৃশ একটি পুরোনো বস্তু দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে যেয়ে জানতে পারে বস্তুটি মর্টারশেল। পরে বালুভর্তি একটি বালতিতে রাখা হয় সেটি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে। ঢাকায় বম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হব।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্যান্য লোহালক্কড়ের সঙ্গে কেউ এটি ভাঙারির দোকানে বিক্রি করেছে। ওই দোকানে লোহালক্কড় বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে পুলিশ।
কেকে/এএস