ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র ও মুসলিম নিধনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ভারত থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে কসাই মোদি। আওরঙ্গজেবের সমাধি সরানোর চেষ্টা করলে ভারতকে চরম মূল্য দিতে হবে।
বুধবার (১৯ মার্চ) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর কোনাবাড়ী থানার ১২নং ওয়ার্ড শাখা আয়োজিত ওয়ার্ড সম্মেলন ও গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারতে উগ্রবাদী হিন্দুরা মসজিদে আগুন দিচ্ছে, মুসলমানদের মা-বোনদের হত্যা ও ধর্ষণ করছে। হোলির উৎসবকে কেন্দ্র করে অনেক মসজিদ রঙে ঢেকে দেওয়া হয়েছে। ভারত সরকার সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।
তিনি বলেন, ভারতের মুসলিমবিরোধী ষড়যন্ত্র যদি বন্ধ না হয়, তবে বিশ্ব মুসলমানদের উচিত হবে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও ধর্ষণ বন্ধ করা যায়নি। ধর্ষণের মূল কারণ হলো বেপর্দা ও অশ্লীলতা। ইসলামের শরীয়াহ আইন বাস্তবায়ন করতে পারলে ১ মাসের মধ্যেই ধর্ষণ বন্ধ করা সম্ভব।
মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবর্ডের সাম্প্রতিক বক্তব্যকে ‘মিথ্যা ও দুরভিসন্ধিমূলক’ উল্লেখ করে তিনি বলেন, তিনি ভারতকে খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ভুল বার্তা দিচ্ছেন। কিন্তু এটি তাদের জন্য সুখকর হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—নগর সাংগঠনিক সম্পাদক এইচএম সাইদুর রহমান, থানা সভাপতি আলহাজ ওমর ফারুক, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রশিদ।
কেকে/এএম