শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ জনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২টা হতে রাত ৯টা পর্যন্ত উপজেলার উত্তর কালাকুমা, তারানী, নয়াবিল ভাঙ্গা ও ডাক্তারগোপ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ভোগাই নদীর পাড় ভেঙে বড় বড় গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, দাওধারা গ্রামের মো. জসিম (২২), মো. মেহেদী (২১) ও পিঠাপুনি গ্রামের মো. ইমান আলী (২৩)।
এছাড়াও ১৩টি মিনি ড্রেজার মেশিন, ১৬টি স্থাপনা/মাচা, অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে এবং ৩টি এক্সকেভেটর, ৩টি ট্রাক, ১টি ট্রলি, ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই অভিযানে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ, খনিজসম্পদ ও নদী রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস