পাবনার আটঘরিয়া থানার পিছনে উত্তরকোণে আব্দুল্লাহ বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।
বাড়ির মালিক আব্দুল্লাহ ও তার স্ত্রী জানান, ঘটনার দিন সকালে আমি রান্নাঘরে রান্না করতে যাই। এ সময় আমার ছোট মেয়ে আমার অজান্তে বাথরুমে চলে যায়।
হঠাৎ আমি মেয়েকে না দেখে জ্বলন্ত চুলায় রান্না রেখে খুঁজাখোঁজি করতে থাকি। এ সময় মুহূর্তের মধ্যে চুলার আগুন থেকে রান্নাঘরসহ ঘরের ভিতরে থাকা প্রয়োজনী জিনিসপত্র পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই প্রতিবেশীরা সাবমার্সিবুলের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
কেকে/এএস