ঢাকার ধামরাইয়ে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের হেলপার নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৫০ জন শ্রমিক।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পলাশ পরিবহনের শ্রমিকবাহী বাস খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে প্রতীক সিরামিকসের শ্রমিকরা বাসায় ফিরছিলেন।
প্রাথমিকভাবে নিহত বাসের হেলপারের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তিনি বাসের হেলপার বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ে কালামপুর থেকে প্রতীক সিরামিকসের অর্ধশতাধিক শ্রমিক বাসে তোলে স্টাফরা। বাসটি ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরো অর্ধশতাধিক শ্রমিক। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এমআই