চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শপিংমলগুলোতে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯মার্চ) দুপুরে উপজেলার আমিরাবাদ স্টেশনের শপিংমলগুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
এসময় এশিয়া গার্মেন্টস- মোহাম্মদ আবছারকে পাঁচ হাজার; রাজস্থান- মোহাম্মদ নাজিমকে বিশ হাজার; মনে রেখ- মোস্তাক আহমেদকে পাঁচ হাজার; দুবাই জোন- মোহাম্মদ ইউনুচকে দুই হাজার; শৈশব- মোহাম্মদ নাজমুলকে দুই হাজার; দুবাই বোরকা হাউজ-মোহাম্মদ শওকতকে দশ হাজার; পরশমনি- মোস্তফা কামালকে পাঁচ হাজার; মোহাম্মদীয়া শাড়ি- আবুল বাসারকে তিন হাজারসহ মোট বায়ান্ন হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান জানান, পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন লোহাগাড়া বটতলী শহরের মার্কেটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। তিনি আরও জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এজে