নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পুকুর থেকে আনুমানিক ৪২ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াইল গ্রামে অবস্থিত চুন ফ্যাক্টরির পাশে আলমগীর প্রধানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ইকরাম জানান, মরদেহটি পুকুরে মুখ পানির নিচের দিকে থাকা অবস্থায় ভাসছিল। নিহত ব্যক্তির পরনে ছিল মাল্টিকালারের চেক শার্ট, সাদা সেন্টু গেঞ্জি। তবে কোমরের নিচের অংশ ছিল উলঙ্গ। মরদেহটি অনেকদিন পানিতে থাকায় শরীরের চামড়া নরম হয়ে গেছে। ফলে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না তা বোঝা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।
কেকে/এএম