রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       আগামী নির্বাচন ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা       ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      
গ্রামবাংলা
আধিপত্য বিস্তারের জেরে
ফটিকছড়িতে যুবদলকর্মী খুন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:১১ পিএম আপডেট: ১৯.০৩.২০২৫ ৯:১৮ পিএম  (ভিজিটর : ৭১)
যুবদলকর্মী রমজান আলীর মায়ের আহাজারি।

যুবদলকর্মী রমজান আলীর মায়ের আহাজারি।

চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রমজান আলী (২২) নামে এক যুবদল কর্মী প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টায় উপজেলার উত্তর ফটিকছড়ির শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত রমজান দাঁতমারা ইউনিয়নের পুর্ব তারাখোঁর বাসিন্দা মৃত মোহাম্মদ হানিফের পুত্র। সে পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী ও যুবদল কর্মী।

এ ঘটনায় একই ইউনিয়নের মনোয়ারখিল এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মো. হাসান নিজামী (২৩) চুরামনি এলাকার মানিক মিস্ত্রির পুত্র মো. সোহেল নামে দুইজন আহত হয়৷ আহতদের মধ্যে হাসান নিজামীসহ ওই ইউনিয়নের বাসিন্দা নুরুল আলমের ছেলে মহিমদ্দিন (১৮), বদিউল আলমের ছেলে ফোরকান (২০), জয়নাল আবেদিনের ছেলে পেয়ার আহমদকে (২৭) গ্রেফতার করে পুলিশ।

নিহত রমজান আলী উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের সমর্থক যুবদল কর্মী আহমদ ছাফার অনুসারী। পক্ষান্তরে হামলাকারীরা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের কর্মী একরামুল হক একরামের অনুসারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবদলকর্মী আহমদ ছাফা ও রমজান আলী মোটরসাইকেল যোগে শান্তিরহাট বাজারে আসছিল। প্রতিমধ্যে ওতপেতে থাকা প্রতিপক্ষের ৪/৫ যুবক আহমদ ছাফার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। 

এ সময় প্রাণ বাঁচাতে রমজান দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে রমজান ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

এ ঘটনায় স্থানীয় যুবদল কর্মী আহমদ ছাফা বলেন, শান্তিরহাটবাজার থেকে রমজানকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম। প্রতিমধ্যে পথরোধ করে একরামের কর্মী হাসান ও সোহেলের নেতৃত্বে ৪/৫ জন যুবক আমাদের ওপর হামলা চালায়। আমি দৌঁড়ে পালাতে পারলেও রমজানকে তারা ছুরিকাঘাতে হত্যা করেছে। একরামের লোকজন এর আগেও আমাদের কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার ও রাজনৈতিক সুরাহা চাই।

প্রতিপক্ষের বিএনপি নেতা একরামুল হক একরাম বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। আহমদ ছাফা হাসানের মোটরসাইকেল ছিনতাই করেছে। সেই মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে মারামারির ঘটনায় রমজানের মৃত্যু হয়েছে।

একরাম বলেন, আহমদ ছাফা সম্প্রতি আরও ২/৩টি মারামারিসহ হত্যার ঘটনার সাথে জড়িত। এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।

এদিকে নিহতের ভাই মো. আরমান (বাদশা) বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনা চারজনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ছয়জনকে সুনির্দিষ্ট আসামি করে একটি হত্যা মামলা করেছে। বাকি আসামিদের ধরার ব্যাপারে প্রসাশন কাজ করছে।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুরের মধ্যে পুরুষ লেমুর উদ্ধার
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক আটক ৩
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
ইমারত নির্মাণে ব্যত্যয় হলে সংযোগ বিচ্ছিন্ন

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
চীনের অর্থায়নে হাসপাতাল গঙ্গাচড়ায় নির্মাণের দাবীতে মানববন্ধন
সালথায় যুবকের লাশ উদ্ধার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close