প্রথমবারের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সুমাইয়া আক্তার সাদিয়াকে সভাপতি ও মোসা. সামিয়াকে সাধারণ সম্পাদক ও আনিশা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
বুধবার (১৯মার্চ) জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
কেকে/ এমএস