বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫,
৬ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
শিরোনাম: স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল      ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের স্থান হবে না: নাহিদ ইসলাম      দুই দিনে ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল      সমকামী প্রেমের জেরে ঘর ছেড়েছে দুই কিশোরী      সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন      অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর      চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস      
প্রিয় ক্যাম্পাস
জাবিতে গিভ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:০৩ পিএম  (ভিজিটর : ১৯০)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবিতে) প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি প্রদান করেছে গিভ ফাউন্ডেশন। ২০ জন মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে সংগঠনটি।

বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে সাধারণ শিক্ষার্থীদের হাতে এ শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী নাঈমুল ইসলামের সমন্বয়ে এবং ৫০ তম আবর্তনের শিক্ষার্থী নাগীব মাহফুজ কাব্যের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান।

অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক মাসুদ শাহরিয়ার ( ফার্মেসি বিভাগ), অধ্যাপক কে এম আক্কাস আলী (আইআইটি), সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা (সরকার ও রাজনীতি বিভাগ), সহযোগী অধ্যাপক মিজানুর রহমান জামি (প্রত্নতত্ত্ব বিভাগ) এবং সাবেক জিএস আব্দুল আওয়াল (জাকসু)।

গিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হামিদুর রহমান বাবু, সামিদ রহমান, সামিহা রহমান ও সালমা খানম এক যৌথ বিবৃতিতে বলেন,  “আজকের সন্ধ্যা শুধু একটি সমাবেশ নয়, এটি আশা, সহমর্মিতা ও ঐক্যের এক অনন্য উদযাপন। আমরা বিশ্বাস করি, কেউই একা কষ্ট ভোগ করবে না। ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। এই বিশ্বাস থেকেই আমরা ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এক লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করছি। আমাদের লক্ষ্য হলো দান, স্বেচ্ছাসেবামূলক কাজ ও সহযোগিতার মাধ্যমে সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনা।”

তারা আরও বলেন, “আমরা সবাইকে আহ্বান জানাই, আমাদের সঙ্গে যুক্ত হয়ে সমাজে পরিবর্তন আনতে। আপনার সময়, সম্পদ বা সামান্য আর্থিক সহায়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একসঙ্গে আমরা অন্যদের শক্তি খুঁজে পেতে, আশার আলো দেখতে এবং উজ্জ্বল ভবিষ্যতে বিশ্বাস করতে সাহায্য করতে পারি।”

উল্লেখ্য, গিভ ফাউন্ডেশন একটি মানবকল্যাণমূলক সংগঠন, যা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য ও পরিবেশ খাতে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  জাবি   গিভ ফাউন্ডেশন   শিক্ষাবৃত্তি   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাগাতিপাড়ায় আ.লীগ নেতা আব্দুল ওয়াহাব ফের আটক
স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল
ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের স্থান হবে না: নাহিদ ইসলাম
আরব বিশ্বের ক্যান্সার ইসরায়েল, দক্ষিণ এশিয়ায় ভারত
চুরির অভিযোগে বর্বর নির্যাতন, চোখ উপড়ে ফেলার চেষ্টা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ পড়িয়ে কোটিপতি, গ্রেফতার কাজী
সমকামী প্রেমের জেরে ঘর ছেড়েছে দুই কিশোরী
নিজ বাসা থেকে মাদরাসা শিক্ষকের গলাকাটা মরদেহ উদ্ধার
জাবিতে গিভ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
জামালপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close