বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫,
৬ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
শিরোনাম: স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল      ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের স্থান হবে না: নাহিদ ইসলাম      দুই দিনে ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল      সমকামী প্রেমের জেরে ঘর ছেড়েছে দুই কিশোরী      সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন      অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর      চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস      
গ্রামবাংলা
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল সভাপতির মৃত্যু
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:১২ পিএম  (ভিজিটর : ৬৫)
নিহত ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি: প্রতিনিধি

নিহত ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি: প্রতিনিধি

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৯ মার্চ) রাত ১০ টার দিকে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসন মারা গেছেন। নিহতের মরদেহ নিজ বাড়িতে আনার ব্যবস্থা চলছে।

নিহত কবির হোসেন চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে ও একই  ইউনিয়নের (২নং) ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি’র দু গ্রুপের সংঘর্ষে হয়। এসংঘর্ষে উভয়পক্ষের ৮ নেতাকর্মী আহত হয়।

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা জানান, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপি’র সদস্য সচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যা থেকে দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার সন্ধায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ঘটনারস্থলে পৌছে তদন্ত শুরু করেছে। কেজির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ   ছাত্রদল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাগাতিপাড়ায় আ.লীগ নেতা আব্দুল ওয়াহাব ফের আটক
স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল
ভবিষ্যৎ রাজনীতিতে মুজিববাদের স্থান হবে না: নাহিদ ইসলাম
আরব বিশ্বের ক্যান্সার ইসরায়েল, দক্ষিণ এশিয়ায় ভারত
চুরির অভিযোগে বর্বর নির্যাতন, চোখ উপড়ে ফেলার চেষ্টা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বাল্যবিবাহ পড়িয়ে কোটিপতি, গ্রেফতার কাজী
সমকামী প্রেমের জেরে ঘর ছেড়েছে দুই কিশোরী
নিজ বাসা থেকে মাদরাসা শিক্ষকের গলাকাটা মরদেহ উদ্ধার
জাবিতে গিভ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
জামালপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close