কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকাসক্ত ছেলের নির্যাতনে গুরুতর আহত হয়েছেন হাজেরা খাতুন (৬৫)। তার ছেলে সেলিম মিয়া (২৪) টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে মায়ের ডান হাত ও ডান পা ভেঙে দেয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সেলিম মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেন এবং বুধবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
আহত হাজেরা খাতুন জানান, তার একমাত্র ছেলে সেলিম মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। টাকা না দিলেই সে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অবশেষে বাধ্য হয়ে তিনি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাবনী আক্তার তারানা বলেন, "অভিযোগের ভিত্তিতে সেলিম মিয়াকে আটক করা হয় এবং স্থানীয়দের সামনে সে মাদক সেবন ও মাকে মারধরের কথা স্বীকার করে। পরে আইন অনুযায়ী তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।"
স্থানীয়রা জানান, সেলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর বার্তা যাবে বলে মনে করছেন স্থানীয়রা।
কেকে/এআর