গাইবান্ধার সুন্দরগঞ্জে আত-তানযীম পাঠাগারের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা পাঠক ও সেরা স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সুস্থ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
আত-তানযীম পাঠাগারের সভাপতি নাজমুল ইসলাম নাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম শাহজাহান ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।
বক্তারা পাঠাগারের ভূমিকা ও সমাজ গঠনে এর অপরিহার্যতা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়; এটি জ্ঞানচর্চা, নৈতিকতা বিকাশ এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সঠিক পথের দিকনির্দেশনা দিতে এর গুরুত্ব অপরিসীম। তাই তাঁরা সবাইকে নিয়মিত পাঠাগারমুখী হওয়ার আহ্বান জানান এবং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার তাগিদ দেন।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
কেকে/এআর