গাজীপুরের শ্রীপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোছলেম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
অভিযুক্ত মোছলেম উদ্দিন (৬০), শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়নের সাইতকামাইর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। অভিযুক্ত শিশুর প্রতিবেশি বলে জানায় স্থানীয়রা।
বুধবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়ন সাতকামাইর এলাকায় এ ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার এ এস আই মিজানুর রহমান খোলা কাগজকে জানান, ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগ তাকে আটক করা হয়েছে।
তিনি জানান, এর আগে ধর্ষণকারীকে এলাকাবাসী হাতেনাতে ধরে মারধর করেছে। পরে আমাদের কাছে হস্তান্তর করে। এতে সে আহত রয়েছে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে।
তিনি বলেন, শিশুটি এখনো পরিবারের কাছে রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, ভিকটিমকে তারই প্রতিবেশী ও দূর সম্পর্কের চাচা মোসলেম উদ্দিন (৬৫), পিতা- মৃত তাহের আলী কোলে করে বাড়ির পাশে ঝোপের মধ্যে নিয়ে যায়। সেখানে সে ঐ শিশুকে ধর্ষণ করার চেষ্টা করলে শিশুর মা সুমাইয়া আক্তার বিষয়টি দেখে ফেলেন। এতে ধর্ষক মোসলেম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। শিশুর মা বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও তার পিতা বিষয়টি এলাকাবাসীকে জানায়। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মোসলেমউদ্দীনকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা করে। অভিযুক্ত মোসলেম উদ্দিন আতংকে স্টোক করে এবং বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানা যায়।
কেকে/এআর