নারায়ণগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৯ মার্চ) র্যাব-১১ এর একটি টিম রাতে সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, সোনারগাঁও এলাকার কাবিলগঞ্জ এলাকার মৃত করিম মিয়ার পুত্র লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম ও পুত্র নাহিদ আলম (২২)।
র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, এরা প্রত্যেকেই সোনারগাঁ থানার একটি মাদক মামলায় ২০১৮ সালে যাবজ্জীবন দণ্ডিত হন। রায়ের পর থেকেই এরা পলাতক ছিলেন। র্যাবের গোয়েন্দা দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
কেকে/এএস