পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখার উদ্যোগে কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার কওমি, নূরানি ও হাফেজি মাদরাসার ১০টি প্রতিষ্ঠানের মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ৪ জন অভিজ্ঞ হাফেজ, ক্বারী ও আলেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলাম এবং পরিচালনা করেন পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন। প্রতিযোগিতার দুটি ধাপে অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা পুরস্কারসহ বই ও সনদ প্রদান করা হয়। এছাড়া বিজয়ী আরো ৭ জনসহ মোট ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হামিদুল ইসলাম এবং নাটোর জেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক শিমুল আহমেদ।
কেকে/এজে