বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেছেন, আমাদের সকলকে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ চালিয়ে যেতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্যের বাইরে কোনো কাজ করলে সেটির সফলতা আসবে না।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বান্দরবানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউসের (গ্রাম উন্নয়ন সংগঠন) আস্থা প্রকল্পের আয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বান্দরবানে সরকারি প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) তাদের কাজগুলো সঠিকভাবে করে যাচ্ছে, এজন্য তাদের সুনাম রয়েছে সর্বত্র।
তিনি আরো বলেন, সমাজে যুবদের ভূমিকা অপরিসীম আর তাদের কল্যাণে গ্রাউসের পরিচালিত আস্থা প্রকল্পটির মাধ্যমে এলাকার যুব সমাজ আরো সচেতন হচ্ছে এবং দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখছে। এ সময় ইউএনও সমাজের কল্যাণে যুবদের আরো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং যেকোনো প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ চালানোর আহ্বান জানান।
গ্রাউসের আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি অং চ মং মারমা সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক-সাম্প্রদায়িক সহিংসতা দূর করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য একটি সহযোগিতামূলক নিয়মিত বৈঠকের কৌশল প্রণয়ন করার জন্য এই পরামর্শ সভা। নাগরিক ও সামাজিক ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখতে প্রভাবশালী নাগরিক, যুব, নারী, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহনশীল ও শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
গ্রাউসের আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফমের সভাপতি অং চ মং মারমার সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি।
এ সময় জেলা সমাজসেবা কর্মকর্তা মিল্টন মুহুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নাগরিক প্লাটফমের যুগ্ন আহ্বায়ক মিনারুল হক, গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, গ্রাউসের কর্মকর্তা-কর্মচারী এবং আস্থা নাগরিক প্লাটফর্মের যুব সদস্য এবং জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/এএম