সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর সকালে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার বগুড়া-ঢাকা বাইপাস রোডে এ ঘটনা ঘটে।
ছিনতায়ের শিকার আহত আফছার আলী আরিফ মরিয়ম চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে।
ভুক্তভোগী চা ব্যবসায়ী আফছার আলী ও স্থানীয়রা জানান, দোকানে থেকে রাতে সেহরি খাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় পৌছালে অজ্ঞাত দুইটি মটরসাইকেলে থাকা ৬ জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা করে। এ সময় আমার বাম পাজোরে ছুরি দিয়ে আঘাত করে নগদ ৪ হাজার টাকা ও একটি ব্যাটারী ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম