রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মতিউল ইসলামকে সভাপতি এবং এনটিভি ও দৈনিক খোলা কাগজের ব্যুরো প্রধান শ.ম সাজু’কে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগীয় সমিতি রাজশাহী’র ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমিতে ইফতার মাহফিল শেষে সর্বসম্মতিক্রমে ই কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান্দ বানু ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সহ-সভাপতি বিএমডিএ’র অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফার্মেসির মালিক রফিকুল ইসলাম শামীম, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার নারায়ন চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ শাহ মখদুম কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক নিউ গভ. ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নেসকোর কর্মকর্তা আনসারুল ইসলাম ও মো. মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক মেটলাইফ ইন্স্যুরেন্সের মো. রেজাউল হক খান, সহ প্রচার সম্পাদক ওরিয়ন ফার্মার মো. জাহিদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকাবের উর্ধতন কর্মকর্তা মো. জাকির রেজা আনসারী, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজশাহী পুলিশ লাইন্স স্কুলের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোহনপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ফেরদৌস আহমদ সানু, সহকারী দপ্তর সম্পাদক কনজারভেন্সি পরিদর্শক মো. হাবিবুর রহমান, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার বিভাগের অধ্যাপক ড. ফাহমিদা চৌধুরী, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক রাবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরা জান্নাতুল কোবরা এবং কার্যনির্বাহী সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত সহকারী সচিব শমসের আলী, মৎস্য অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিন্নাত আরা রোকেয়া চৌধুরী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আ ন ম মোজাম্মেল হক, ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেন, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মো. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী মন্ডল, জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজমাহী বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিল সেতারা চুনি, সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত অফিস সহকারী মোঃ দারাজ উদ্দিন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মো. আলমগীর হোসেন।
এছাড়া সমিতির ২০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, আইন বিভাগের অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান, বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউথ, নাট্যকলা বিভাগের মো. আতাউর রহমান রাজু, রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, এইচএসটিটিআইর সহকারী পরিচালক ড. মো. ইজাহারুল ইসলাম প্রমুখ।
কেকে/ এমএস