ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। ইসলামের আদর্শ যে ব্যক্তি যতটুকু ধারণ করেছে সে ততটুকু কল্যাণ লাভ করেছে। যে রাষ্ট্র ইসলামের আদর্শ অনুযায়ী পরিচালিত হয়, সে রাষ্ট্র সবচেয়ে ভাল এবং শান্তিপুর্ণ অবস্থায় আছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তারা সকলেই ব্যর্থ। তারা দেশকে লুটেপুটে খেয়েছে। মানুষ অতীতের রাজনীতিতে আর ফিরে যেতে চায় না। নতুন দেশ, নতুনভাবে সাজাতে ইসলামের অনুশাসন প্রয়োজন। পৃথিবীতে যতটুকু শান্তি ও শৃঙ্খলা বিরাজমান তা ইসলামের কারণেই। ইসলাম ছাড়া সব মতবাদ ব্যর্থ ও অসার।
বৃহস্পতিবার (২০ মার্চ) নরসিংদীর মাধবদীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ইসলামী দলগুলো নিয়ে ঐক্য করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একবাক্স দেয়ার চেষ্টা হচ্ছে।
তিনি আরো বলেন, দূর্নীতিবাজরাই ফ্যাসিবাদি। তাই যাতে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় তাই দূর্নীতিবাজদের রুখে দিতে হবে।
ভারত প্রসঙ্গে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারত ইতিহাসের সবচেয়ে বর্বর ও অসভ্য জাতি হিসেবে প্রমাণ করেছে। এরা দিন শুরু করে গরুর মল-মুত্র দিয়ে। এই অসভ্য জাতি মুসলমানদেরকে সভ্যতা শেখাতে চায়। তিনি ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান।
ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ বিরতি চলছে। এই যুদ্ধ বিরতি লঙ্ঘণ করে ইসরায়েল একতরফা মুসলমানদের হত্যার নেশায় মেতে উঠে নিজেদের বর্বর ও হিংস্র হায়েনার পরিচয় দিয়েছে। জাতিসংঘের উচিত হবে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মুহাম্মদ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে এবং মাধবদী থানা শাখার সেক্রেটারি মাষ্টার মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন, জেলা শাখার সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন ভূইয়া, সহসভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, জেলা সেক্রেটারি মুহাম্মাদ রাকিবুল হাসান, মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম, জামায়াতে ইসলামি মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের মাধবদী থানা শাখার আমীর মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি জাফর উল্লাহ খান, খেলাফত মজলিসের মাধবদী থানার সভাপতি হিফজুর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম, মাধবদী থানা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুফতি জয়নুল, মো. আরিফুর রহমান, মুফতি সাইদ আহমেদ, অধ্যক্ষ মু. শেখ সাদি সহ রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কেকে/ এমএস