লালমনিরহাট কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার সামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহসভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের সাধারণ সম্পাদ এনামুল হক, আদিতমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, মোস্তাফিজুর রহমান, গোড়ল বিএনপির সভাপতি গজর উদ্দিন, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, চলবলা সভাপতি গোলাপ হোসেন ও ভোটমারী চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার প্রমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ যুবদল নেতা রফিকুল ইসলাম। শেষে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
কেকে/এজে