নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা আল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নাটোর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
আসামি আল আমিন উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জামনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। এর পাশাপাশি তিনি ভিতরভাগ ও পাশের পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবেও পরিচিত।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০২৪ সালের ৫ আগস্ট রাতে ভিতরভাগ মোড় বাজারের ঔষধ ব্যবসায়ী এনামুল হকের দোকানে ঢুকে তাকে বেধড়ক মারধর করেন আল আমিন। এরপর তার ব্যবহৃত মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।
এ ঘটনায় ১৫ আগস্ট এনামুল হক বাদী হয়ে আল আমিনসহ কয়েকজনকে আসামি করে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকেই আল আমিন পলাতক ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে আল আমিন আদালতে আত্মসমর্পণ করলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবুল হোসেন জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন।
শুনানি শেষে বিচারক আল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হোসেন জানান, আসামির বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কেকে/এএম