শুক্রবার, ২৮ মার্চ ২০২৫,
১৪ চৈত্র ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
শিরোনাম: ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি      আজ পবিত্র জুমাতুল বিদা      ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, লেবাননে ৬       চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক       মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়লো      পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি      ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা      
গ্রামবাংলা
বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী আল আমিন কারাগারে
নিশাতুর রহমান জিম, বাগাতিপাড়া (নাটোর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮:২৫ পিএম  (ভিজিটর : ২১১)
সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা আল আমিন।

সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা আল আমিন।

নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা আল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নাটোর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি আল আমিন উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জামনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। এর পাশাপাশি তিনি ভিতরভাগ ও পাশের পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবেও পরিচিত।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০২৪ সালের ৫ আগস্ট রাতে ভিতরভাগ মোড় বাজারের ঔষধ ব্যবসায়ী এনামুল হকের দোকানে ঢুকে তাকে বেধড়ক মারধর করেন আল আমিন। এরপর তার ব্যবহৃত মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।

এ ঘটনায় ১৫ আগস্ট এনামুল হক বাদী হয়ে আল আমিনসহ কয়েকজনকে আসামি করে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকেই আল আমিন পলাতক ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে আল আমিন আদালতে আত্মসমর্পণ করলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবুল হোসেন জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন।

শুনানি শেষে বিচারক আল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হোসেন জানান, আসামির বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিলামে এক ডিম ২২ হাজার ও এক লেবু ১৫০০ টাকায় বিক্রি
নিরাপত্তার শঙ্কা নিয়ে শুরু ঈদের ছুটি
চাঁদা না দিলেই গুলি
‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি
আজ পবিত্র জুমাতুল বিদা

সর্বাধিক পঠিত

টাঙ্গাইলে ঈদে যানজট নিরসনে সেনাবাহিনীর কঠোর অবস্থান
চাচা-ভাতিজাকে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
শহিদ পরিবারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈদ উপহার বিতরণ
পাহাড় কাটতে গিয়ে যন্ত্রপাতি জব্দ
ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‌্যাবের টহল

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close