বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনে ‘কৃষিকন্যা হল’-এর সম্প্রসারণ কাজের (দ্বিতীয় ফেইজ) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে কড়া সতর্কতা আরোপ করেন।
প্রকল্পের আওতায় পাঁচতলা ছাত্রী ভবনের সম্প্রসারণ, রেট্রোফিটিং, এবং একতলা ভবনের মেরামত ও সংস্কার (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক) কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এ নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স মাল্টিপ্লেক্স এন্টারপ্রাইজ ও মেসার্স এস আলম কনস্ট্রাকশন, যার তত্ত্বাবধানে থাকছে বাকৃবি প্রকৌশল শাখা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঞা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রীরা।
বাকৃবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য উন্নত আবাসন নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। কৃষিকন্যা হলের সম্প্রসারণ প্রকল্প সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সংশ্লিষ্ট সবাইকে সময়মতো এবং যথাযথ মান বজায় রেখে কাজ শেষ করার আহবান জানাই।’
এই প্রকল্প সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট অনেকটাই নিরসন হবে বলে বাকৃবি প্রশাসন আশা প্রকাশ করেন।
কেকে/এমএস