জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনয় থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হাতে থাকা কয়েকটি সিনেমার কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেবেন।
বর্ষা বলেন, হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না।
সংবাদ সম্মেলনে বর্ষা বলেন, একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে, দেখতেও সুন্দর লাগতে হয়। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। তা ছাড়া আমার বাচ্চারাও বড় হয়েছে, তাদের এখন সময় দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, বর্ষার বড় ছেলে বর্তমানে ১০ বছর বয়সী, আর ছোট ছেলের বয়স ৭ বছর। সন্তানদের কথা ভেবেই তিনি সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরো বলেন, কয়েক বছর পর বড় ছেলে ১৪-১৫ বছরে পা দেবে। তখন যদি সে দেখে তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
বর্ষার সিদ্ধান্তের বিষয়ে স্বামী ও সহশিল্পী অনন্ত জলিল বলেন, এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তা-ও সে এমন কথা বলছে।
তবে বর্ষা তার সিদ্ধান্তে অটল থেকে বলেন, আমি বাস্তববাদী মানুষ। নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। আমার মনে হয়, আমার সেই সময় ফুরিয়ে গেছে।
অনন্ত জলিলের অভিনয় প্রসঙ্গে বর্ষা বলেন, অনন্ত চাইলে কাজ চালিয়ে যেতে পারে। কারণ আমি জানি, তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবে। অন্য নারীদের দিকে তাকাবেও না।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এরপর ২০১১ সালে অনন্ত জলিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অনন্তের বিপরীতে একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন বর্ষা। এবার তিনি সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন।
কেকে/এএম