রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা ও ঈদে ঘরমুখো মানুষদের যানজটমুক্ত যাত্রার জন্য টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সর্তকতামূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সায়েম ইমরান।
বৃহস্পতিবার (২০ মার্চ) ধনবাড়ী বাজার ও যদুনাথপুর ইউনিয়নের নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন রাস্তায় নির্মাণসামগ্রী রাখায় নির্মাণ মালিকদেরকে সতর্ক, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতন করা হয়। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।
পবিত্র রমজান মাসে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করতে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সায়েম ইমরান।
কেকে/ এমএস