রবিবার, ২৩ মার্চ ২০২৫,
৯ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ মার্চ ২০২৫
শিরোনাম: ফ্যাসিস্টদের টার্গেট তারেক       কেরানীগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা      সাংবাদিকদের ন্যূনতম বেতনে বিসিএস নবম গ্রেড করার সুপারিশ      যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন: হাসনাত      সুন্দরবনে আগুন, পানি পেতে সংকট       একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে       কিশোরগঞ্জে হিন্দু পরিবারের নির্যাতনের শিকার মুসলিম পরিবার       
খোলাকাগজ স্পেশাল
বিএনপিতে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব, ঘটছে প্রাণহানি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:০২ এএম  (ভিজিটর : ৮৩)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশব্যাপী বেড়ে চলছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা। এসব ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। গত তিন দিনেই বিএনপির অন্তঃকোন্দলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। গত বুধবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভোলায় মো. রাশেদ নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন একই দিন সিরাজগঞ্জেও সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হন। এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ ও চট্টগ্রামেও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। এ সব ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। 

বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা অনাকাক্সিক্ষত। বিএনপির শীর্ষ পর্যায় থেকে যেখানে বারবার দলীয় শৃঙ্খলা রক্ষায় জোর দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে কঠোর বার্তা, সেখানে তৃণমূলের বিশৃঙ্খলা দলটিকে ভোগাতে পারে। বিশেষ করে দলটি যখন দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে, সে সময় দলীয় কোন্দল দেশবাসীকে ভালো বার্তা দেবে না। 

ঢাকার ধামরাইয়ে দিনেদুপুরে বাড়ির পাশে আবুল কাশেম (৫৭) নামের বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, মাটি ব্যবসার বিরোধের জেরে তাকে কোপানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় বাড়ির পাশে সড়কের ওপরে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

আবুল কাশেমের স্ত্রী শাহিদা আক্তার বলেন, মৃত্যুর আগে কোপানোয় জড়িতদের নাম জানিয়ে গেছেন আমার স্বামী। কোপানোয় জড়িতরা হলো আব্দুল জলিল, বাছেদ, বাবু, বিল্টু, আলী, আহাদ, সাইম, গফুর ও মালেক। তারা গাংগুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারী। 

এর আগে সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই নেতার দলীয় সদস্যপদ স্থগিত এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। নিহত ছাত্রদল নেতার নাম কবির হোসেন (২৮)। তিনি এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। গত বুধবার সন্ধ্যায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন তিনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে সদিয়া চাঁদপুর ইউনিয়নের করোনা বাজারে ইফতারের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রওশন আলী। অপরদিকে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি করিম মোল্লা। এ সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কবিরসহ চার-পাঁচজন আহত হন। 

এদিকে ভোলার মনপুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা মো. রাশেদ নিহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় বাঁধ নির্মাণকাজের ঠিকাদারি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং আরেক পক্ষের নেতৃত্বে ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। বুধবার সকালে বাঁধের নির্মাণকাজের ঠিকাদারি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রাশেদসহ ১০ জন আহত হন।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে হাসিব নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরো ৩০ জন আহত হয়েছেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে হাজী সেলিম উদ্দিন ভূঁইয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছিলেন। 

এদিকে চট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুই দফায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত তেরো জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নোয়াজিষপুরের ইউসুফ খাঁর দিঘি এবং বিকেল ৪টায় একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মদন চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী গুলিবিদ্ধ যুবদল কর্মী মো. কাইয়ুম এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী যুবদল নেতা গাজী মোরশেদ আহত হয়েছেন। কাইয়ুম গুলিবিদ্ধ হন এবং গাজী মোরশেদ দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার গণমাধ্যমকে বলেন, গত বুধবার নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ইফতার অনুষ্ঠানের জন্য কলেজের অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ইফতার অনুষ্ঠানের অনুমতিও দেন কলেজের অধ্যক্ষ। কিন্তু রাতে বিএনপির আরেকটি পক্ষ একই সময়ে কলেজ চত্বরে ইফতার অনুষ্ঠান করার অনুমতি চায়। কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থায় সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল পাঁচটায় ১৪৪ ধারা জারি করা হয়।

সারমিনা সাত্তার আরো বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহ্বায়ক পক্ষে তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। 

স্থানীয় বাসিন্দারা জানান, নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আজ সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। অপর দিকে একই সময়ে ওই স্থানেই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। 

বিকেল চারটার পর দুই পক্ষের উত্তেজনার একপর্যায়ে বিএনপির পদবঞ্চিত নেতা কর্মী এবং আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে ইটপাটকেল ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ অবস্থায় পাল্টা ধাওয়ার মুখে ১৪৪ ধারা জারির বিষয়টি হ্যান্ড মাইকের মাধ্যমে জানিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল। 

গত মঙ্গলবার শরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফের চাল বিতরণের সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর সমর্থক ও উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, সামন্তসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবর দুস্থ ও অসহায় মানুষের জন্য ২০০ ভিজিএফ স্লিপ নেন। সেই স্লিপের চাল নিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে নান্টু খানের সমর্থক ককটেল বিস্ফোরণ করে হামলা চালায়। ককটেল বিস্ফোরণে চারজন আহত হন। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব, দুপুরে যাচ্ছে বিএনপি-এনসিপি
ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাস নেতা নিহত
নাগরিকত্ব ত্যাগ করলে তাৎক্ষণিক এনআইডি বাতিলে ইসির নির্দেশ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৭, গাজায় ৩৪ ফিলিস্তিনির প্রাণহানি

সর্বাধিক পঠিত

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা
এনসিপির ইফতার মাহফিলে মারামারি, সাংবাদিকদের ইফতার বয়কট
শরীয়তপুরে বাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু
আমরা সেনাবাহিনীকে বিতর্কিত হতে দেবো না: হাসনাত আবদুল্লাহ
ওসমানীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর এক ব্যক্তির লাশ উদ্ধার
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close