নির্ধারিত ৯০ মিনিট সময় পর্যন্ত দুই দলের স্কোর ছিল ১-১ এ সমতা। তাতে ব্রাজিলের ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ছিল স্রেফ কয়েক মিনিটের ব্যাপার। দলের বিপদের মুহূর্তে ত্রাতা হয়ে এলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভাগ্যেরও একটু ছোঁয়া পেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। যোগ করা সময়ের অষ্টম মিনিটে তার গোলে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারাল ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার (২১ মার্চ) সকালে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল। স্পট কিকে রাফিনিয়া শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান কলম্বিয়ার লুইস দিয়াস। পরে অন্তিম সময়ে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস। গত নভেম্বরে দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল।
বিআরবি গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় নেইমারবিহীন ব্রাজিল। বক্সের ভেতর ভিনিসিয়ুসকে কলম্বিয়ার দানিয়েল মুনিয়োস ডি বক্সে ফাউল করায় পেনাল্টির সংকেত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন বার্সেলোনার হয়ে মৌসুমজুড়েই অবিশ্বাস্য ফর্মে থাকা রাফিনহা। সেই লিড অবশ্য হাফ টাইমের আগেই হারায় ব্রাজিল।
৪১ মিনিটে ম্যাচে সমতা আনে কলম্বিয়া। এই গোলে দায় বেশি জোয়েলিন্তনের। মার্কিনিয়োসের কাছ থেকে নিজেদের ডি বক্সের বাইরে বল পেয়ে শট নিতে দেরি করেন এই মিডফিল্ডার। সেই ভুলে কলম্বিয়ার একজনের চ্যালেঞ্জের মুখে বল হারান তিনি। হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে গোল করে কলম্বিয়াকে স্বস্তি এনে দেন লুইস দিয়াজ। ব্রাজিলের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছিলেন লিভারপুলের এই ফরোয়ার্ড।
এরপর দুই দলের কেউই প্রথমার্ধে আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি। তাতে ১-১ এ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই তেমন একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ছন্নছাড়া ফুটবল খেলেছে ব্রাজিল কলম্বিয়া দুই দলই। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। রেফারি নির্ধারিত সময় শেষে যোগ করেন আরও ১০ মিনিট।
৯৭ মিনিটে গোলের দারুণ এক সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। স্যাভিনহোর ক্রসে হেড করে বল জালে জড়ানোর সুযোগ নস্ট করেন আরানা। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বলে জাল জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনি। তার শট ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ালে উল্লাসে ভাসে ব্রাজিল।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চের সুপার ক্লাসিকোর আগে প্রস্তুতিটা সেরে রাখল সেলেসাওরা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া নেমে গেল ৬ এ। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে উরুগুয়ে। বাংলাদেশ সময় শনিবার সকালে মুখোমুখি হবে তারা। চিলিকে হারিয়ে চারে উঠে এসেছে প্যারাগুয়ে। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দলটি।