ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি হামলায় ৩ দিনে নিহতের সংখ্যা ৬০০ জন ছাড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে শতাধিক।
শুক্রবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান বৃদ্ধি করেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, মধ্য গাজায় একটি বাফার জোনের দখল নিতে তারা স্থলসেনা পাঠিয়েছে। সেইসঙ্গে বিমানবাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে।
গত সোমবার পূর্ব গাজার জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তখনই বিশেষজ্ঞরা মনে করেছিলেন, গাজা স্ট্রিপে আবার স্থলসেনা পাঠাবে ইসরায়েল।
জার্মানসংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার থেকেই ইসরায়েলের স্থলসেনা সেখানে ঢুকতে শুরু করেছে। পরবর্তী সময়ে বুধবার ইসরায়েল জানিয়েছে, মধ্য গাজার একটি বাফার জোনের দখল নিতেই সেখানে স্থলসেনা অভিযান চালাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যে অঞ্চলে ইসরায়েলের সেনা অভিযান চালাচ্ছে, তার নাম নেটজারিম করিডোর। এই করিডোরই গাজাকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করে। গাজায় আক্রমণ চালানোর সময় ইসরায়েল এই অঞ্চলটি দখল করেছিল। কিন্তু সংঘর্ষ-বিরতি চুক্তির সময় সেখান থেকে সেনা সরিয়ে নেয় তারা। এবার আবার সেখানে সেনা মোতায়েন করলো ইসরায়েল। যা সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে।
এর আগে গত ১৫ মাসের যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ১২ হাজার ৯৫০ জন। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে।
কেকে/এআর