গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় এক পথচারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে মৃতভেবে গুজব ছড়িয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২০মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা মহাসড়কে নেমে আসার পর বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়, ফলে ওই পথে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে আটটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের (এসি) সহকারী কমিশনার ফাহিম আসজাদ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক ভবঘুরে পথচারী মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে ওই ব্যক্তি মারা গেছেন, যা বিক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিআরটি প্রকল্পের আওতায় থাকা ফুটওভার ব্রিজগুলো বন্ধ থাকায় পথচারীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে বাধ্য হচ্ছেন। তারা দ্রুত ফুটওভার ব্রিজগুলো চালু করার দাবি জানান।
পরে রাত সাড়ে আটটার দিকে যৌথ বাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা মহাসড়ক ত্যাগ করলে উভয় লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
কেকে/এএস