রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়। গুলশান থানা পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি দৌড়ে রাস্তার ওপর চলে যান।
তারপরও তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলেও জানান স্থানীয়রা।
কেকে/ এএস