শুক্রবার, ২১ মার্চ ২০২৫,
৭ চৈত্র ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২১ মার্চ ২০২৫
শিরোনাম: ‘হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন ব্যক্তিদের নেতৃত্বে আ.লীগের রাজনীতিতে বাধা নেই’      ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে বাইতুল মোকাররমে মিছিল      ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ      হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে বার্তা দিলেন খালেদ মুহিউদ্দিন      নরসিংদীতে আধিপত্য বিস্তারে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২      ঈদে ঢাকায় ভোগাবে চুরি-ছিনতাই-ডাকাতি      আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির      
জাতীয়
নরসিংদীতে আধিপত্য বিস্তারে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১:০৪ পিএম  (ভিজিটর : ৬৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে দুইজন নিহতের ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।

নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমনকি দুপক্ষই মারামারি ও গোলাগুলি করে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকাছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা। সবশেষ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান।

এতে বাধা দেন সামসু মেম্বার ও তার লোকজন। পরে দুপক্ষই টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

রায়পুরা থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের বলেন, সংঘর্ষে দুজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহামুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়া এবং তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অফিশিয়ালি দুজন নিহতের খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ শুরু করেছে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  আ.লীগ-বিএনপি সংঘর্ষ   আধিপত্য বিস্তার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাপাসিয়া উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উত্তরায় অগ্রগামী সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের ওপর কেন হামলা
ধূমপানে করলে হার্টের যে ক্ষতি হয়
বিচার চলাকালীন আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

কর্নেল অলির গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হলেন সালাহ উদ্দীন রাজ্জাক
ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে বার্তা দিলেন খালেদ মুহিউদ্দিন
লালপুরে বৃষ্টির মধ্যেই ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন প্রতিহত করা হবে: ফজলে বারী মাসউদ

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close