পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ২:০২ পিএম আপডেট: ২১.০৩.২০২৫ ২:০৭ পিএম (ভিজিটর : ৮৩)

ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্তে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধপথে ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন ওই দুই বাংলাদেশি নাগরিক।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দুই বাংলাদেশি নাগরিক হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের নিরোধ বৈদ্য’র ছেলে লিটন বৈদ্য(২৭) ও বরিশালের আগৈলঝাড়ার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দীনের মেয়ে সানজিদা আক্তার রুমি(২১)।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বুধবার (১৯ মার্চ) রাত ১১টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন ওই দুই বাংলাদেশি। তার মধ্যে একজন যুবক ও অন্য একজন তরুণী। পরবর্তীতে বিএসএফ আটকদের কাছে থাকা পরিচয়পত্র ও মোবাইলফোন যাচাই-বাছাই শেষে বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করে। পরে তাদেরকে ফেরত দেওয়ার জন্য বিএসএফ কতৃক আহবান জানানো হয়।
বেনীপুর বিওপির অধীন সীমান্তে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর সীমান্তে বেনিপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ পুটিখালী ক্যাম্পের সাথে সীমান্ত পিলার ৬২/৯এস সন্নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বেনিপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ ও ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা দুই দেশের প্রতিনিধিত্ব করেন।
এ সময় বিজিবি আটকৃত বাংলাদেশিদের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার যাচাই-বাছাই করে বিএসএফ এর নিকট থেকে তাদেরকে গ্রহন করে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন। আটক বাংলাদেশি নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে এবং লিটন বৈদ্যকে মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি।
কেকে/এআর