সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগ করতে রাজি জেলেনস্কি      বড় রদবদলেও গতি নেই প্রশাসনে      জার্মানির নির্বাচনে জয়ী ফ্রেডরিক মারৎজের দল      স্থানীয় নির্বাচনে সুযোগ খুঁজবে আওয়ামী লীগ       যারা দেশকে অস্থিতিশীল করছে, তাদের ঘুম হারাম করে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা      পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      
খেলাধুলা
বাংলাদেশকে ২৩৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৮:১৪ পিএম  (ভিজিটর : ১৮২)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের শারজাহয়ে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। কিন্তু হাশমতুল্লাহ ও নবীর ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। শেষদিকে ছন্দ হারালে ২৩৫ রানে অলআউট হয় আফগানরা। এতে ২৩৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

আজ বুধবার (৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ইনিংসের দ্বিতীয় সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। ৭ বলে ৫ রান করেন তিনি।

তিনে ব্যাট করতে নেমে রান তুলতে পারেননি রহমত শাহও। ১৩ বলে মাত্র ২ রান করেন তিনি। অষ্টম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজের শিকার হন এই ডান হাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ওপেনার সাদিকুল্লাহ।

পাওয়ার প্লের শেষ ওভারে আবারও মোস্তাফিজকে বোলিংয়ে আনেন শান্ত। এই ওভারে জোড়া উইকেট শিকার করে আফগানিস্তানকে বিপাকে ফেলেন কাটার মাস্টার। ওভারের দ্বিতীয় বলে সাদিকুল্লাহ (২১) এবং পঞ্চম বলে আজমতুল্লাহ ওমরজাইকে ফেরান তিনি।

এতে পাওয়ার প্লে শেষে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। গুলবাদিন নাইবকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন হাশমতুল্লাহ শাহিদী। তবে ইনিংস বড় করতে পারেননি গুলবাদিন। ৩২ বলে ২২ রান করে এই আফগান অলরাউন্ডার আউট হলেও দলীয় ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান।

সপ্তম উইকেটে আফগান অধিনায়ককে সঙ্গ দেন মোহাম্মদ নবী। শুরুতে টি-টোয়েন্টি মেজারে রান তুলে ৫২ বলে ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার। অপর প্রান্ত থেকে ৮৭ বলে অর্ধশতক পূরণ করেন হাশমতুল্লাহ শাহিদী। দুজনের ব্যাট থেকে আসে ১০৪ রান।

৪১তম ওভারে হাশমতুল্লাহকে ফিরিয়ে বাংলাদেশকে খেলার ফেরান মোস্তাফিজ। ৯২ বলে ৫২ রান করেন আফগান অধিনায়ক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক অলরাউন্ডার রশিদ খান। ১১ বলে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। অপর প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন নবী।

৪৮তম ওভারের তৃতীয় বলে তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ডান হাতি ব্যাটার। এতে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে (৭৯ বলে ৮৪ রান করে) সাজঘরে ফেরেন তিনি। পরের বলে বোল্ড আউট হন আল্লাহ গজানফর।

ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে রান আউট হন ফারুকী। এতে নাঙ্গেলিয়া খারোতে ২৮ বলের অপরাজিত ২৭ রানে ভর করে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এ ছাড়া আরেক পেসার শরিফুল ইসলাম নেন এক উইকেট।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পবিপ্রবি স্বপ্ন গড়ার প্রতিষ্ঠান: উপাচার্য
বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশনের নতুন নির্বাহী পরিষদ গঠন
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
বড় রদবদলেও গতি নেই প্রশাসনে
বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা এনায়েত উল্যাহ সৈয়দ

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ
শ্রীমঙ্গলে সাতপীরের ভুয়া মাজার নিয়ে প্রতারণার অভিযোগ

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝