কিশোরগঞ্জের ইটনা সদর উপজেলায় ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদি জনতা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ইটনা কলেজ মাঠ থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতা প্রতিবাদ ও বিক্ষোভ সভাবেশ করেন।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হাজারো সাধারণ তৌহিদি জনতা।
ইসরায়েলের নরপিশাচরা ফিলিস্তিনির গাজায় অসহায় নারী, শিশুদের আক্রমণ করে। এতে শতশত মানুষ নিহত হয়। এর মধ্যে বেশীরভাগ হলো শিশু, নারী ও বৃদ্ধ।
এবার ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর প্রথমবারের মতো কোনো হামলা ছাড়া (যুদ্ধবিরতি থাকায়) ঈদ উদ্যাপন করার আশা ছিল গাজার শিশুদের। কিন্তু ভয়াবহ বিমান হামলা চালিয়ে গাজার বাসিন্দাদের সব আশা রক্তের সঙ্গে ভাসিয়ে দিয়েছে দখলদার রক্ত পিপাসু ইসরায়েল বাহিনী। এতে নিহত হয় শতশত অবুঝ নিষ্পাপ শিশু ও নারী।
ফলে সেখানকার মানুষ ইতোমধ্যেই অনাহারে ভুগছে। তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই। ৫ লাখ ফিলিস্তিনিকে পানি সরবরাহকারী পানি বিশুদ্ধকরণ কেন্দ্রটিও আর কাজ করছে না।
ওষুধ নেই, জ্বালানি নেই, রান্নার গ্যাসও নেই। ফিলিস্তিনিরা তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য সংগ্রাম করছেন। এমন পরিস্থিতির মধ্যেই, ফিলিস্তিনিরা গাজার বিভিন্ন এলাকায় একের পর এক বিশাল আক্রমণের সম্মুখীন হচ্ছেন।
কেকে/এএস